ঈদুল আজহায় মুক্তি পেল ৩ সিনেমা

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরাবরের মতোই এবারের ঈদুল আজহা উপলক্ষে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছে পরিবেশক-প্রযোজক সমিতি।

সিনেমা তিনটি হলো:

অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’। এতে অভিনয় করেছেন রোশান, পূজাসহ আরও অনেকে।

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত, অনন্ত জলিল-বর্ষা জুটির সিনেমা দিন-দ্য ডে।

রায়হান রাফি পরিচালিত ও শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত পরাণ।

গল্পের ধাঁচে তিনটি সিনেমাই অ্যাকশন-থ্রিলার ঘরানার। এর সঙ্গে রয়েছে রোমান্টিকতার ছোঁয়াও। সেই সঙ্গে থাকছে রহস্যও। ইতোমধ্যেই তিনটি সিনেমার ট্রেলার ও গান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রচারণারও কোনো কমতি রাখেননি সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমা তিনটি রোববার (১০ জুলাই) দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে চলবে।

Exit mobile version