জমকালো আয়োজনে তারকা খঁচিত নিউইয়র্কে ঢালিউড এওয়ার্ডস

সন্ধান২৪.কম : ঢালিউড এওয়ার্ডসের ২১তম আসরের প্রথম পর্বে বাংলাদেশ ও আমেরিকার ১৭ সঙ্গীতশিল্পী পেলেন ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস।
আগামী ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডসের ২১তম আসরের দ্বিতীয় পর্ব।
এওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ঠিকঠাক ভাবে চললেও,ছন্দপতন ঘটে ঢাকার সিনেমার চিত্রনায়ক জায়েদ খান মঞ্চে উঠলে, দর্শকরা তাকে প্রত্যাখান করে ‘ভুয়া’ ‘ভুয়া’ ধ্বনীতে।
প্রথমবারের মত দু’পর্বে আয়োজিত এওয়ার্ডস অনুষ্ঠানের ‘মিউজিক এওয়ার্ডস’ পর্বে পুরস্কৃত হয়েছেন-সেরা ব্যান্ড ক্যাটাগরীতে নগর বাউল জেমস, জনপ্রিয় ক্যাটাগরীতে ব্যান্ড চিরকুট, সেরা গায়ক তাহসান খান, প্রতিভাবান গায়ক প্রতিক হাসান, সেরা লোকগীতি শিল্পী সেলিম চৌধুরী ও রেশমি মির্জা, বিশেষ ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড মেহের আফরোজ শাওন।
ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড উত্তর আমেরিকা পর্বে পুরস্কার পেয়েছেন প্রমি তাজ, তরিকুল ইসলাম মিঠু, আফতাব জনি, মেহজাবিন মাহবুব খুশবু।

২৫ জুন রবিবার রাতে জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে বহির্বিশ্বে বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীতশিল্পীদের নিয়ে সর্ববৃহৎ এই ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস আসর বসে।
অনুষ্ঠিত ঢালিউড এওয়ার্ডসের ২১তম আসরের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ডস তুলে দেয়া হয় ১৭ জন শিল্পীর হাতে। নিউইয়র্কের শো টাইম মিউজিক আয়োজিত এওয়ার্ডস অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৗতুক অভিনেতা সাজু খাদেম।


আজীবন সম্মাননা তুলে দেয়া হয় দিলরুবা খানের হাতে। এছাড়াও সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার পান জাকের খান মজলিশ, নাট্য পরিচালক সৈয়দ আর ইমন, নাট্য অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ইয়াং ট্যালেন্টেড ঢালিউড অ্যাওয়ার্ড ফাতিহা আয়াত এবং ইয়াং ট্যালেন্টেড ডালিউড অ্যাওয়ার্ড প্রিসিলা।
অনুষ্ঠান চিরকুট মঞ্চে প্রবেশ করলে দর্শক-শ্রোতারা করতালির মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দিত করে। চিরকুট বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে গানের সূচনা করে। এসময় উপস্থিত দর্শকরাও দাড়িয়ে জাতিয় সংগীত পরিবেশন করেন।


চিত্রনায়ক জায়েদ খান অনুষ্ঠানের মঞ্চে উঠলে দর্শকরা তাকে প্রত্যাখান, করে দুয়ো দুয়ো ধ্বনী দেয়। অভিনেতা সাজু খাদেম তার উপস্থাপনায় চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গে বেশিরভাগ দর্শক তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার শুরু করেন।এ নিয়ে মিলনায়তনে কিছুটা সময় বিশৃঙ্খলা ও হাস্যরসের সৃষ্টি হয়।
তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খানকে দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো। এরপর জায়েদ খান নবাগত নাড়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। এরপরও দর্শকেরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ি যান। অনুষ্ঠানে উপস্থিত একজন সাংস্কৃতিক কর্মী বলেন, তার বিতর্কিত কর্মকান্ডের তাকে গ্রহণ করেননি উপস্থিত দর্শকেরা।

শো টাইম মিউজিকের নির্বাহী প্রধান আলমগীর আলম খান জানান, ভার্জিনিয়ায় আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডসের ২১তম আসরের দ্বিতীয় পর্ব। এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডসের আসরকে দু’টি পর্বে আয়োজন করা হয়েছে। ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসরে ঘোষণা করা হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে পুরুস্কারপ্রাপ্তদের নাম।

ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে আসর ৫ সংগঠনের সমন্বয়ে হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান, শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম।
এবারের নিউইয়র্কের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় ছিলো- গোল্ডেন এজ হোম কেয়ার, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার, আশা হোম কেয়ার, সারাহ হোম কেয়ার, রিয়েলেটর নুরুল আজিম, হেলাল মিয়া, মফিজুর রহমান, দুলাল বেহেদো, মোহাম্মদ খলিলুর রহমান, প্রিমিয়াম রেস্টুরেন্ট, শাহ জে চৌধুরী, লিবার্টি রিনোভেশন, মোহাম্মদ নমি, বাংলা ট্রাভেলস, এসএস ব্রোকারেজ, সানমান এক্সপ্রেস, মাছওয়ালা, ডা চৌধুরী সারওয়ারুল হাসান, তারেক হাসান খান, আবু বকর হানিপ, এটর্নি মঈন চৌধুরী, ফ্রেস ফুডস, জেএফএম রাসেল, ফারাহ মিথিলা, এটর্নি রুমা জান্নাতুল ও সিলেট মোটরস।


জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে জমকালো এই অনুষ্ঠান দেখতে নিউইয়র্ক ছাড়াও বাহিরের ষ্টেট থেকেও বিপুল পরিমান দর্শক আসেন।

Exit mobile version