সন্ধান২৪,কমঃ মন্ট্রিয়ল থেকে (কামরিন কাজী) ঃ গত ২৫ ফেব্রুয়ারি কানাডার মন্ট্রিয়লে উৎসব মূখর পরিবেশে হয়ে গেল বইমেলা। কানাডা-বাংলাদেশ সলিডারিটির আয়োজনে এবারের ‘কানাডা একুশে বইমেলা’র ১১ তম আসর বসেছিল মন্ট্রিয়লে। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। মেলায় প্রধান অতিথি ছিলেন ছড়াকার লুৎফর রহমান রিটন।

নানা পর্বে বিভক্ত বইমেলাটি অনুষ্ঠিত হয় লুসিয়েন পেজ হাইস্কুলের মিলনায়তন ও লবিতে। দুপুরে মেলার সূচনা হয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে। এর পর হাই কমিশনার ড. খলিলুর রহমান মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউল হক জিয়া। পুরো মেলার সমন্বয়ক ছিলেন শামসাদ রানা।
এবারের বইমেলায় আকর্ষণীয় বিভিন্ন কর্মসূচিতে ছিল বিপুল দর্শকের সমাগম। জমজমাট এই মেলায় বইয়ের ভান্ডার খুলে বসেছিল প্রকাশনা সংস্থা অন্বয় প্রকাশ, আকাশ, সিবিএনএ, উদীচী, বিসিএসএ, কনকর্ডিয়া, ম্যাকগিল প্রভৃতি। প্রকাশনা স্টলের পাশাপাশি ছিল লেখকদেরও স্টল।
মেলা উপলক্ষে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অমর একুশের গান, ভাষার গান ও কবিতা দিয়ে সাজানো উদ্বোধনীতে অংশ নেন মন্ট্রিয়লের বাংলা মূলধারার শুদ্ধ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমীর শিল্পীবৃন্দ। এর পরিচালনায় ছিলেন একাডেমীর প্রিন্সিপাল ডরিন মলি গোমেজ।
সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিলেন শিল্পী তপন চৌধুরী। মেলার আলোচনা অনুষ্ঠানে অন্যদের সাথে অংশ নিয়েছিলেন খ্যাতিমান নাট্যশিল্পী আফরোজা বানু।