জেবিবিএ‘র সমাবেশে মামদানী : নিউইয়র্ককে  সকলের বসবাসের শহর গড়তে চাই

সন্ধান২৪.কম: নিউইয়র্ককে আমরা সকলের বসবাসের উপযোগী একটি শহর হিসেবে গড়তে তুলতে চাই। বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল এই সিটিকে কঠোর পরিশ্রমী-খেঁটে খাওয়া অভিবাসীসহ সকলের বসবাসের উপযোগী করার স্বপ্নকে বাস্তবায়িত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং মুসলমান ও দক্ষিণ এশিয়ান ভোটারকে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

জেবিবিএ  (জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন) জেবিবিএ) এবং ‘বাংলাদেশীজ ফর যোহরান’র আয়োজিত যৌথ সমাবেশে  নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী একথা বলেন।

গত ৮ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের শানাই পার্টি হলে এই সমাবেশে সভাপতিত্ব করেন জেবিবিএর সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। স্বাগত বক্তব্য দেন জেবিবিএর সেক্রেটারি তারেক হাসান খান।

‘বাংলাদেশীজ ফর যোহরান’র সদস্য-সচিব আব্দুস সোবহানের সূচনা বক্তব্যের পর সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান,  ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী,, জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম শামসী আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার প্রমূখ। এ সময় অতিথি হিসেবে মঞ্চে আরো উপবিষ্ঠ ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক সেক্রেটারি মোহাম্মদ আলী ও সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল ইসলাম,আবাসন ব্যবসায়ী নুরুল আজিম  প্রমুখ।

যোহরান সমর্থিত নির্বাচনী সমাবেশে  সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যোহরান বলেন, আমরা ঐক্যবদ্ধ রয়েছি নিউইয়র্ক সিটিকে সত্যিকারের স্বপ্নের শহরে পরিণত করতে।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী যোহরান মামদানী সকলকে সজাগ থাকার উদাত্ত আহবান জানিয়ে বলেন, ৪ নভেম্বর আমরা নতুন ইতিহাস গড়তে যাচ্ছি। তাই কোন ধরনের অপপ্রচারনায় বিভ্রান্ত না হয়ে ব্যালট যুদ্ধে বিপুল বিজয় ছিনিয়ে আনতে হবে। যেমনটি দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে আপনারা আমাকে দিয়েছেন।

যোহরান মামদানী বলেন, কয়েক সপ্তাহ আগে এই স্থানেই আপনাদের সাথে মিলিত হয়ে বিজয়ের যে জয়গানে মিলিত হয়েছিলাম, আজকের সমাবেশ থেকে এই সংকল্প উচ্চারিত হচ্ছে। এটাই আমাদের লক্ষ্য অর্জনকে ছিনিয়ে আনতে সহায়তা করবে। কারণ  নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে একজন মুসলমানকে নির্বাচিত করার মধ্যদিয়ে নয়া ইতিহাসের সাক্ষী হবার জন্যে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।

 

Exit mobile version