নানা আয়োজনে নিউইয়র্কে শাহ্ আব্দুল করিম লোক উৎসব হলো

সন্ধান২৪.কম :   নিউইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে   উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পীসুরকারগীতিকার ও সঙ্গীত শিক্ষক শাহ্ আব্দুল করিম লোক উৎসব  হলো।

এই প্রথম নিউইয়র্কে নতুন গঠিত কমিটি শাহ্ আব্দুল করিম পরিষদ , গত ১৫ নভেম্বর রাতে উডসাইডের গুলসান টেরেসে এই অনুষ্ঠানের  আয়োজন।

সংগঠনের সভাপতি তপন মোদকের সভাপতিত্বে এবং কমিটির আহ্বায়ক ড. সবিতা দাসের সমন্বয়ে অতিথিবৃন্দ ফিতা কেটে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিনা ইসলাম, উৎসবের আহ্বায়ক সবিতা দাশ ও সদস্য সদস্য সচিব আয়েশা খান।

উৎসব অনুষ্ঠান থেকে বক্তরা বলেন, টানা সাত দশক গ্রামের উঠোন-সংস্কৃতিকে প্রাণবান করে রেখেছেন শাহ আবদুল করিম। যে কয়েকজন শিল্পীর কণ্ঠে বিকশিত হয়েছে তর্কবিতর্কমূলক মালজোড়া গানের ধারা, করিম ছিল তাঁদের মধ্যে অন্যতম। পঞ্চাশের দশকে ভাষা আন্দোলনের সপক্ষে গান পরিবেশন আর কাগমারী সম্মেলনে অংশগ্রহণের পর ধীরে ধীরে আরও পাকা হয়েছে করিমের অবস্থান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও রাশেদ আহমেদ,  রাজনীতিক মুজাহিদ আনসারী.নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ডের সদস্য ফাহাদ সোলায়মান, আবাসন ব্যবসায়ী নুরুল আজিম, তোফায়েল চৌধুরী, এটর্নী মঈন চৌধুরী, বীর মীম টিভির সম্পাদক সুজন আহমেদসহ আরো অনেকে।

এছাড়া ‘শাহ আব্দুল করিম পরিষদ’র সাধারণ সম্পাদক মীনা ইসলাম, প্রধান সমন্বয়কারী রামদাস ঘরামি, অ্যল কাউন্টি হেলথকেয়ারের পরিচালক মনিরা মহিউদ্দিন, কো-অর্ডিনেটর শামীমা আক্তার ইতি প্রমুখ অনুষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

লোক উৎসবে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বাউল কালা মিয়া, চন্দন চৌধুরী, শাহ মাহবুব,  বণ্হিশিখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীতশিল্পী সবিতা দাস, সংগীতশিল্পী আব্দুল করিম হাওলাদার, শিমুল খান, রুনা রায়, আয়শা খান প্রমূখ। বাঁশির সুরে বিশেষ পরিবেশনায় ছিলেন বাঁশি শিল্পী রানী হাওলাদার। অনুষ্ঠান  উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান।

শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং  শেষ হয় সমবেত কণ্ঠে করিমের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে।

উল্লেখ্য, বাংলার সর্বশেষ মুকুটবিহীন বাউল সম্রাট ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Exit mobile version