নিউইয়র্কে উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত অধ্যাপক বদিউর রহমানের স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ।

শুক্রবার সন্ধ‍্যায় জ‍্যাকসন হাইটসের জুইস সেন্টারে স্মরণ সভার শুরুতেই প্রয়াত বদিউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও কিছুক্ষণ নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম।

সংগঠনের সভাপতি ক্লেরা রোজারিও’র সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কল্লোল দাস। বদিউর রহমানের জীবন বৃত্তান্ত তুলে ধরেন উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ’র সদস‍্য জাকির হোসেন বাচ্চু।

এছাড়া আলোচনায় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ডিন অধ‍্যাপক মতলুব আলী, মুজাহিদ আনসারী, ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ শাম্মু , হুমায়ুন কবির ঢালী, গোলাম মোস্তফা, আশীষ রায়, হিরু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  মুনমুন সাহা এবং সুপর্ণা সাহা।

বক্তারা বলেন, অধ‍্যাপক বদিউর রহমান ছিলেন   একজন শুদ্ধচারী সংগঠক। তিনি সব সময় গণমানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করে গেছেন। বক্তারা বলেন, জাতির এই সংকট সময়ে তাঁর মত  মানুষের খুবই প্রয়োজন ছিল। বক্তারা বলেন, দেশের এ নাজুক অবস্থায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেষে বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগীত  পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

 

Exit mobile version