নিউইয়র্কে টাইমস স্কয়ারে দুটি দুর্গা পূজা,কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়া

সন্ধান২৪.কম: বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের টাইমস স্কয়ারে এবার দুটি দুর্গাপূজা হচ্ছে। আগামী ১ ও ২ অক্টোবর টাইমস স্কায়ারে পাশাপাশি দুটি পূজার আয়োজন করায় হিন্দু কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত বার ২০২৪ সালে দীনেশ মজুমদারের নেতৃত্বে বেঙ্গলী ক্লাব অব ইউএসএ এই টাইমস স্কয়ারে প্রথমবারের মত পূজার আয়োজন করে। সেই দুর্গা পূজা সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের ভিতর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল আয়োাজকরা দাবী করেছিল।
আগামী ১ ও ২ অক্টোবর টাইমস স্কয়ারে ঢিল ছোঁড়া দুরত্বে দুই কমিটির দুটি দুর্গা মুখোমুখি অবস্থান করছে। একটি হচ্ছে  বেঙ্গলী ক্লাব অব ইউএসএ‘র দীনেশ মজুমদারের নেতৃত্বে । এবং অপরটি হচ্ছে শশধর হাওলাদের নেতৃত্বে ‘টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন‘র আয়োজনে।
এবার টাইমস স্কয়ারে কয়েক হাত দুরত্বে দুটি দুর্গা পূজার আয়োজন করাতে নিউইয়র্ক কমিনিটিতে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
একজন বিশিষ্ট্য ব্যবসায়ী ও একটি মন্দির কমিটির নেতা প্রশ্ন তুলেছেন, একই জায়গায়,একই সময়ে কেন দুটি পূজা করতে হবে ? এর কারণ ও উদ্দেশ্য কি ? পাশাপাশি দুটি পূজা হলে কমিটিনিটিতে সে বার্তা খুব একটা ভালো ফল বয়ে আনবে না বলে তিনি মনে করেন।
নিউইর্য়কের হিন্দু সংগঠনের একজন নেতা বলেন, টাইমস স্কয়ারে এবার নতুন করে আর একটি পূজার আয়োজন করার মধ্য দিয়ে হিন্দু কমিনিটিতে নতুন করে বিভেদ,বিভক্তি, দ্ব›দ্ব ও সংঘাতের সৃষ্টি হবে। তিনি মনে করেন, ব্যক্তিগত ইগোর ফলস্বরূপ এবার টাইমস স্কয়ারে দুটি পূজা হচ্ছে । মায়ের প্রতি ভক্তির চেয়ে কার কত ক্ষমতা, টাইমস স্কয়ারের পুজার  বিশাল স্ক্রিণে সেই লড়াইয়ের ছবি বেশি করে ভেসে উঠবে।
একজন পুরহিত বলেন, টাইমস স্কয়ারে একই সময়ে পাশাপাশি দুটি পূজা হলে হিন্দু কমিউনিটিতে দ্ব›দ্ব আর বিভক্তি প্রকট আকার ধারণ করবে। এতে করে কমিউনিটির ঐক্য ও সংহতি আরো দূর্বল হবে, যার ফল ভালো হবে না।

Exit mobile version