সন্ধান২৪.কম: পিকনিকে বন্ধুদের সাথে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠার বদলে লাশ হয়ে ফিরতে হলো দুই বছরের ফুটফুটে এক শিশুকে। হতভাগ্য বাবা-মায়ের সামনেই ঘটে গেল এই মর্মান্তিক দূর্ঘটনা। অকালে ঝড়ে গেল বাবা ঋষিকেশ ও মা কল্পনা রায়ের-এর ২ বছর ২ মাসের প্রিয় কন্যা সন্তান প্রার্থনা হিমি রায়।

গত ১০ আগষ্ট নিউইয়র্কের বেলমন্ড লেক স্টেট পার্কে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি‘র ( fnf) বাৎসরিক বারবিকিউ ও পিকনিকে এই হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে পিকনিকে উপস্থিত সবাই।
উপস্থিত কয়েকজনের কাছে জানা যায়, দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই সময় পিকনিকে অংশগ্রহণকারী একজন পিকনিক স্পটের কাছে তার পরিবারকে গাড়ি থেকে নেমে দেন। এর পর সেই গাড়ি ( জিইউজেড-৩১৬৪) সামনের দিকে যেতে ধরে। এমন সময় ঋষিকেশ রাস্তার অপর পাশে যেতে থাকে। কিন্ত তার পিছনে পিছনে সকলের অজান্তে তার মেয়েও দৌড়ে যায়। এই সময়ে মেয়েটি গাড়ির নিচে চাপা পড়ে। সবাই চিৎকার দিলে গাড়ি দিলে গাড়ি থেমে যায়। তখনি ঋষিকেশ তার মেয়েকে গাড়ির নিচ থেকে বের করে। ততক্ষণে মেয়েটির নাক ও কান দিয়ে রক্ত ঝড়তে থাকে।
এর পর কে বা কারা ৯১১-এ ফোন করলে এম্বুলেন্স এসে রক্তাক্ত অবস্থায় প্রার্থনা হিমি রায়কে গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। বিকেলে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষনা করে। এ খবর পিকনিক স্থলে আসার সাথে সাথেই সকলে কান্নায় ভেঙ্গে পড়ে। অনেকেই হাসপাতালে ছুটে যান। প্রার্থনা হিমি রায়ের মৃৃত্যুতে অনেকেই গভীর দু:খ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে দুপুরে মর্মান্তিত ঘটনা ঘটার সাথে সাথেই পিকনিকের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়।