নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

আহ্বায়ক বাচ্চু সদস্য সচিব কল্লোল

সন্ধান২৪.কম:  আগামী ২৬ জানুয়ারি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা সংগঠন প্রগ্রেসিভ ফোরামের ৪র্থ সম্মেলন । এই সম্মেলনকে  সফল করার লক্ষ্যে গত ৩ ডিসেম্বর মঙ্গলবার এক প্রস্তুতি সভায় জাকির হোসেন বাচ্চুকে আহ্বায়ক ও কল্লোল দাসকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি  গঠন হয়।

গত ৩ ডিসেম্বর  সভা সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের  সাধারণ সম্পাদক গোলাম মুর্তজার সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন হিরো চৌধুরী, সেমন্তি ওয়াহেদ, আলমগীর হোসেন, খোরশেদুল ইসলাম, ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ, সনজীবন কুমার, কাকলী বিশ্বাস, সুলেখা পাল, মোঃ আলীমউদ্দীন, কামাল চৌধুরী। সভায় একটি সফল সন্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে কিভাবে তারুণ্য নির্ভর ও আরও গতিশীল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আগামী ২৬শে জানুয়ারী জুইস সেন্টারে প্রগ্রেসিভ ফোরামের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে   আগামী ৮ ডিসেম্বর, ৭১-২৪ রুজভেল্টে বিকাল ৫-৩০‌মি: প্রগ্রেসিভ ফোরামের সম্মেলন প্রস্তুতি পরিষদের সভা আহ্বান করা হয়েছে। সভায় সকলকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন সদস্য সচিব কল্লোর দাস।

 

Exit mobile version