নিউইয়র্কে ভাবগাম্ভীর্য পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন

সন্ধান২৪.কম: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে নিউইয়র্কের বিভিন্ন আঞ্চলিক সংগঠন ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। ভাব-গাম্ভীর্য পরিবেশে এসব অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করে বিশেষ মুনাতাতে অংশ নেন। প্রতিটি ইফতার মাহফিলে ছিল বিপুল সংখ্যক উপস্থিতি।
জালালাবাদ এসোসিয়েশন (কামালী-মইনুল)ঃ পবিত্র রমজান উপলক্ষে শাহীন কামালী ও মইনুল ইসলাম নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা গত ১৭ মার্চ রোববার সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে ইফতার মাহফিলের আয়োজন করে।


মাহফিলে বক্তারা ফিলিস্থিনিদের স্বাধীনতা, এসোসিয়েশনকে শক্তিশালী আর ভবন রক্ষায় যুক্তরাষ্ট্র প্রবাসী জালালাবাদবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসোসিয়েশনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম আজীজ, আদম মোহাম্মদ আজম, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট রাজনীতিক শাহীন আজমল, এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ জুবায়ের আলী, সাবেক সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, ইমাম কাজী কাইয়ুম, এসোসিয়েশনের সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের কন্যা রোমেনা আহমেদ ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান শেফাজ। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ইফতার মাহফিল কমিটির সদস্য সচিব আতাউল গণি আসাদ ও সমন্বয়কারী দরুদ মিয়া রানেল।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মওলানা ছয়ফুল ইসলাম।
সভাপতি শাহীন কামালী অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটিতে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না। সিলেটবাসী আজ প্রমাণ করেছেন, তারা ভবনের পক্ষে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। তিনি ভবন নিয়ে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, জহিরুল ইসলাম, মিয়া মোহাম্মদ আফজাল, ফাহাদ সোলায়মান, শাহ জে চৌধুরী, আব্দুল হাসিব হাসনু, বুরহান উদ্দিন কফিল, ডা. ঝুন্নুন চৌধুরী,শাহাব উদ্দীন, মোহাম্মদ মনির উদ্দিন, শেখ জামাল হোসাইন, বসির খান, মইনুজ্জামান চৌধুরী, হাসিবুর রহমান, এম এ করীম, জে মোল্লা সানী, বেলাল আহমেদ চৌধুরী, ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে এসোসিয়েশনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং কর্মকর্তাদেও স্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআনের ইংরেজী অনুবাদের কপি, তসবিহ, টুপি, মেয়েদের স্কার্প প্রভৃতি উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে বসবাসকারী বিপুল সংখ্যক জালালাবাদবাসী ছাড়াও নিউজার্সী, কানেকটিকাট ও ফিলাডেলফিয়া থেকেও অনেক জালালাবাদবাসী যোগ দেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জানান।

চাঁদপুর ফাউন্ডেশন ঃ গত ১৬ মার্চ জ্যাকশন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুর রহমান ও সাইফুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর ফাউন্ডেশনের আহবায়ক মোস্তফা হোসেন মুকুল,ইফতার কমিটির আহবায়ক ফারুক হোসেন মজুমদার, ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুস সামাদ টিটু এবং আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যাকসন হাইট্স বিজনেস এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি কাজী আজারুল হক মিলন,সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আব্দুর রহিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী, মফিজুল ইসলাম রুমি, ডাক্তার এনামুল হক, মিয়া মোহাম্মদ দুলাল,ইউনুস সরকার, জ্যাকসন হাইট্স বিজনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান, জাতীয় বস্কার সেলিম, বদরুল হক আজাদ, বর্ণালী হাসান, ডাক্তার জাহাঙ্গীর আলম, জ্যাকশন হাইটস মার্সেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলম নমি, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, ধনঞ্জন সাহা,সাবেক সভাপতি হারুন ভুইয়া, বাবুল চৌধুরী, মামুন মিয়াজী, মুক্তিযোদ্ধা মনির হোসেন,শাহাদাত হাসান, মুজহারুল ইসলাম চৌধুরী মুসা প্রমূখ । কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিশুদেরকে পুরস্কৃত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইকনা মসজিদের ইমাম হাফেজ বেলাল।
প্রবাসী চাঁদপুরবাসি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রচুরসংখ্যক অতিথির অংশগ্রহণে ইফতার মাহফিল একটি মিলন মেলায় পরিণত হয়।

রুপসী চাঁদপুর ফাউন্ডেশনঃ
রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল ১৮ মার্চ সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা নার্গিস আহমেদ, আমিন খান জাকির, মিনহাজুল ইসলাম মুকুল প্রমুখ।


রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় অংশ নেন জ্যামাইকা হাজী ক্যাম্পের ইমাম। দেশ,প্রবাস ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাসুম।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, নওশাদ হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, মাইনুল উদ্দিন মাহবুব, শাহনাজ লিপি, ডা. এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, আকতার হোসেন বাদল, শাহাদাদ হাসাস, বদরুল হক আজাদ, আনোয়ার হোসেন মিয়াজি, জামান তপন, রবিউল আলম প্রমুখ।


সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নূরে আলম মনির এবং ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক মো. আবু ছাদেক ও সদস্য সচিব আবুবকর ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রবাসী চাঁদপুরবাসীর মিলন মেলায় পরিণত হয় এ ইফতার মাহফিল।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশ অব আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল গত শনিবার ১৬ মার্চ জামাইকাস্থ ধাঁনসিড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ রশীদ। পরিচালনা করেন সাধারন সম্পাদক এম এ মামুন। আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেনমীর ওয়াসিক ফরিদ সাহান।


ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মানিক, আহম কামাল, মনোয়ারুল ইসলাম,তপতী রায়, অলোক কুমার নাথ,আসাদুজ্জামান কিরন, সেকেন্দার আলী, রেজাউল ইসলাম রেজা ও সোনিয়া আলমগীর।


অনুষ্ঠানে সম্প্রতি বাসা’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান ও এডভোকেট মোর্শেদা জামানের একমাত্র পুত্র সন্তান রায়ানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। রায়ানের আত্মার শান্তি কামনা করে দোয়া খায়ের করা হয়।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকাঃ গত ১৭ মার্চ রোববার আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুইন্সের আগ্রা প্যালেস পার্টি হলে সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরী, ইফতার উদযাপন কমিটির আহবায়ক দিলদার হোসেন, সমন্বয়কারী খলিলুর রহমান ও সদস্য সচিব মুজিবুর রহমান লাভলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার মুফতি মাওলানা মোহাম্মদ ইসমাইল। দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন দিলদার হোসেন।


ইফতার উদযাপন কমিটির আহবায়ক দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ফয়েজ বক্স, সমন্বয়কারী খলিলুর রহমান, যুগ্ম সমন্বয়কারী আবুল বাসার, সুলতানা পলি, সদস্য সচিব মুজিবুর রহমান লাভলু ও যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাংলাদেশী আমেরিকান সোসাইটিঃ ১৭ মার্চ রোববার মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটির এক ইন্টারফেইট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মূলধারার ও অন্যান্য ধর্মের অনুশারী সহ কমিউনিটির বিশিস্ট ব্যাক্তি গন উপস্থিত ছিলেন । এতে বক্তব্য রাখন ইস্টেট সিনেটর জন লু, এস্যাম্ভলীম্যান জওহরান মামদানী,সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার সিভিল জাজ সিলিন্ডার জনসন, ডিস্টিক জাজ কেন্ডিডেট আমিস পাঁটেল, কমিউনিটি বোর্ড ১২ এর চেয়ার পারন্সন রেভেন ট্রওব,প্রথম ভাইস চেয়ার বেলাল করিম, ডিস্টিক লিডার সিহান প্রমূখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিন মেহেদী , সিনিয়র সহ সভাপতি সেলিম খান,আমিন রুবেল , ফয়সল হক,মিয়ান অহিদুর রহমান,মিলন মোল্লা,হাসান মাহামুদ,কাজী জামান,এমদাদুল হক,মিয়া মোহাম্মদ দুলাল ,বদরুল ইসলাম খান বাদল,তারেক আলম। ইফতারের দোয়া পরিচালনা করেন শর্ষীনার পীর শাহ মোঃ সাইফুল্লা সিদ্দিকী। কুরয়ান তেলাওয়াত করেন মুফতী মোঃ শহীদুল্লাহ ও নতুন প্রজন্মের ছেলে মেয়েরা। সংগঠনের পক্ষ থেকে ইলেক্টেড অফিসিয়ালদের ইসলামিক উপকরণ জায়নামাজ ও ছোট মেয়েদের হিজাপ উপহার দেয়া হয়। উপহার সামগ্রী স্পন্সর করেন জেবিবিএ এর কার্যকরী সদস্য ও ম্যাসিব ওর্য়ালেস মালিক খালেদ আক্তার।

Exit mobile version