নিউইয়র্কে  ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫’  পালন

সন্ধান২৪.কম: নিউইয়র্কে  ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫’  পালন করলো  সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। প্রচন্ত শীত ও তুষারপাতের মধ্যেও গত  ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এই শোক দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানসূচীতে ছিল বিভিন্ন সংগঠনের শ্রদ্ধার্ঘ্য অর্পন, প্রদীপ প্রজ্জ্বলন, ঘোষণাপত্র পাঠ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোক শোভাযাত্রা।

প্রগতিশীল সংস্কৃতিকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে  ঘোষণা পত্র পাঠ করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ।

শহীদ বুদ্ধিজীবী দিবস  ২০২৫-এর  বিশেষ দৃশ্যকলা ও স্থাপনা শিল্প : সেই সব স্মৃতির গ্রন্থনা পরিকল্পনা ও নির্দেশনা করেছেন মিথুন আহমেদ ।

এতে নাটকের সংলাপ, কাব্যগান ও কবিতায়  অংশগ্রহণকারী শিল্পী ছিলেন নাট্যব্যক্তিত্ব লুৎফুন নাহার লতা , বাচিক শিল্পী আবীর আলমীর, মিনহাজ আহমেদ শাম্মু, স্বাধীন মজুমদার, গোপন সাহা, বসুনিয়া সুমন, সাবিনা হাই উর্বি , তাহারিনা পারভিন প্রীতি, তাহমিনা শহীদ, জলি কর, মৃদুল আহমেদ,  সুপর্ণা সরকার রীমা ও  সুতপা মন্ডল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।

মিথুন আহমেদ পঠিত ঘোষণাপত্রে বলা হয়, “বিশেষ দৃশ্যকলা ও স্থাপনা শিল্পঃ সেই সব স্মৃতি” কোনো সাধারণ পরিবেশনা ছিল না। এটি ছিল ইতিহাসের বিরুদ্ধে সংঘটিত নির্মম অপরাধের বিরুদ্ধে এক শক্ত উচ্চারণ, ছিল ভুলে না যাওয়ার এক অবিচল শপথ। এই পরিবেশনা আমাদের সামনে আবারও প্রশ্ন তুলে ধরেছে-কেন চিন্তা, মনন আর মানবিকতার শত্রুরা আজও বুক ফুলিয়ে হাঁটে ?

ঝিরিঝিরি বৃষ্টি আর তুষারের ফোঁটার সঙ্গে সঙ্গে আমাদের চোখে জমেছিল ক্ষোভ, বেদনা আর প্রতিবাদের অশ্রু। আলোকশোক যাত্রা যেন মনে করিয়ে দিল—শহীদ বুদ্ধিজীবীরা শুধু অতীতের কোনো অধ্যায় নন, তারা আমাদের বিবেক, আমাদের সাহস, আমাদের নিরবচ্ছিন্ন লড়াইয়ের প্রেরণা।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির সামনে মাথা নত করে আমরা আবারও প্রতিজ্ঞা করি প্রতিবাদের আলো নিভতে দেবো না।”

 

Exit mobile version