সন্ধান২৪.কম প্রতিবেদনঃ
সামনেই আসছে বাঙালির সেরা উৎসব শারদীয় দুর্গা পূজা। দেবী দুর্গার আগমনের জন্য অধীর আগ্রহে প্রতিক্ষা করছেন নিউইয়র্কের সনাতন ধর্মাবলম্বীরা। দেবী প্রতিমা, প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে অনেক আগেই। এবার দুর্গার আগমনের পালা। পুরো নিউইয়র্ক শহর জুড়ে শারদীয়া দুর্গাপুজো ঘিরে আনন্দ ও উৎসবের রেশ ছড়িয়ে পড়বে ।
শহরের ৫ বরোর ৩৬ মন্ডপে অনেক আগে থেকেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে। সব মন্ডপে ও মিলনায়তন আলোকসজ্জা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে । প্রতিটি পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ,ভারতসহ বিভিন্ন দেশের নামকরা শিল্পীরা অংশ গ্রহন করবেন।
২০২৫ সালের দুর্গা পুজোর সময়সূচী: চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া ও ২২ সেপ্টেম্বর থেকে শারদীয়া দুর্গা পুজোর প্রতিপদ তিথি।
দেবীর বাহন :
দিন ও তিথি অনুযায়ী দেবী নির্দিষ্ট বাহনে মর্ত্যে আগমন ও গমন করেন। এ বছর দুর্গার আগমন হবে গজে। যার ফল স্বরূপ শস্যশ্যামলা হবে ধরিত্রী। কিন্তু দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করছে। কারণ এ বছর দোলায় গমন করছেন দশভূজা। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে।
এ বছর নিউইয়র্কে কবে থেকে কোথায় দুর্গাপুজো শুরু হচ্ছে, তার সময়সূচী এখানে জানানো হল।
আগামী ১ ও ২ অক্টোবর টাইমস স্কয়ারের ওয়েষ্ট ৪৫ ষ্ট্রীট ও ৪৬ স্ট্রীট ব্রডওয়ে ২ বারের মত দুর্গা পূজার আয়োজন করেছে বেঙ্গলী ক্লাব ইউএসএ। এই পূজায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকার কথা রয়েছে এবং ২৬টি দেশের শিল্পীরা অংশ গ্রহন করবে বলে পূজা কমিটির প্রধান দীনেশ চন্দ্র মজুমদার জানিয়েছে।
বেঙ্গলী ক্লাব ইউএসএ‘র আয়োজনে চারবারের মত ‘ডাইভারসিটি প্লাজা দুর্গা পূজা’ হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। জ্যাকসন হাইটসের এই পূজার জন্য ইতিমধ্যে গোপাল স্যানালকে চেয়ারম্যান,সোমনাথ ঘোষকে প্রধান উপদেষ্টা, সনাতন শীলকে আহ্ববায়ক ও উত্তম কুমার সাহাকে সদস্য সচিব করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশন আগামী ১ ও ২ অক্টোবর টাইমস স্কয়ারের ৪৬ -৪৭ স্ট্রীটে এই প্রথম বারের মত দুর্গা পূজার আয়োজন করেছে।
২৭ ও ২৮ সেপ্টেম্বর শনিবার ও রবিবার ২৫৮-২০ হিলসাইডের গোল্ডেন ইয়ার‘স পার্টি হলে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক, সভাপতি পূর্ণ চন্দ্র মুখার্জী ও সাধারণ সম্পাদক রীনা সাহা জানিয়েছেন।
উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ৫ দিনব্যাপী জ্যামাইকার ১৫০-২৫ হিলসাইড এভিনিউতে সার্ব্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে। চেয়ারম্যান শুভাশীষ নন্দী, সভাপতি উমেশ চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক স্বপন লাল দত্ত‘র নেতৃত্বে এই পূজা পরিচালিত হবে।
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ। জ্যামাইকার ৮৭-৩৫,১৬২ স্ট্রিটে শ্রীকৃষ্ণ মন্দিরে ।এই পূজার আয়োজক কমিটিতে আছেন রূপ কুমার ভৌমিক, অজিত চন্দ্র, রবীন্দ্র কুমার শীল,অনিল চন্দ্র প্রমুখ।
উডসাইডের গুলশান টেরেসে ( ৫৯-১৫ ৩৭ এভিনিউ, উডসাইড ) ১,২ ও ৩ অক্টোবর সার্বজনীন শারদিয়া দুর্গোৎসবের আয়োজন করেছে হিন্দু মিলন মেলা নিউইয়র্ক। এই পূজার সভাপতি আর সি দত্ত স্বপন ও অসীম দাসকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব হবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১১২-৪৪ ২০৯ ষ্ট্রীট মহাকালী মন্দিরে। কমিটির চেয়ারম্যান নীহার সরকার, সেক্রেটারী দীপঙ্কও রায় ও কোষাধ্যক্ষ উজ্জ্বল রায় জানান এবারের পূজায় ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এছাড়াও জ্যাকসন হাইটসের উডসাইট ৪০-২৩ ৭২ ষ্ট্রীটে ওম শক্তি মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ উডসাইডের দিব্যধাম মন্দিরে,হরিচাঁদ গুরুচাঁদ আন্তজাতিক মতুয়া মিশন, মহামায়া মন্দির, বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক, বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক,সর্বজনীন হিন্দু পরিষদ ,লং আইল্যান্ড, নিউইয়র্ক, সনাতনী সংঘ লং আইল্যান্ড এবং দেবালয়সহ বিভিন্ন সনাতন সংগঠন দুর্গা পূজার আয়োজন করেছে ( এখ পর্যন্ত তাদের সময়সূচী জানা যায় নাই)