সন্ধান২৪.কম: গত ১৮ মার্চ নিউইয়র্কের কুইন্স থিয়েটারে বাংলা সংস্কৃতি কেন্দ্র ও নক্ষত্রের প্রথম নাটক ‘তীর্থযাত্রী’ প্রদর্শন করা হলো।

“তীর্থযাত্রী” নাটকটি নির্মাণ করা হয়েছে হুমায়ুন কবিরের ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ গ্রন্থ থেকে । এর মূল বিষয় ছিল-এক রক্তক্ষয়ী যুদ্ধের পর সেনাপতি ঘোষণা দিলেন, সবাইকে যে যার মত চলে যেতে। সেনাপতির কথায়, জীবন যুদ্ধে সবাই বাড়ি ফিরে যায়। কিন্ত তিনজনের ফেরা হয় না, কারণ এদের বাড়ি নেই। তাই এরা জ্ঞানের সন্ধানে পথে নামে।
৫৬ টি চরিত্র এবং ২৩টি দৃশ্যপট ছিল এই নাটকটিতে। মিলায়তনে উপস্থিত কয়েকজন দর্শক জানান, নাটকটি খুব ‘উচ্চ মার্গের’। তবে তৌকিরের মত একজন পোড় খাওয়া, অভিজ্ঞাতা সমৃদ্ধ নাট্যব্যক্তিত্ব এই নাটকটি নিদের্শনা দিয়েছেন জন্যই তীর্থযাত্রী‘র মত উচ্চ মার্গের নাটক দর্শকরা গ্রহন করতে পেরেছেন অনেকে মন্তব্য করেছেন। যদিও তৌকির বলেছেন, এটি ‘এক্সপেরিমেল্টাল’ নাটক। সে দিক থেকে পরীক্ষায় বেশ কিছুটা সফল হয়েছেন তিনি। মিলনায়তন পরিপূর্ণ ছিল। মঞ্চ সজ্জা,পোষাক নির্বাচনকে বাহবা দিয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
নির্দ্ধারিত সময়ে চেয়ে,অনেক দেরীতে নাটক শুরু হয়। যা তৌকীর আহমেদ,বিপাশা হায়াত, জাকির হোসেন রনি,বাশিরুল হক ও আবু হোসাইন বকুলের মত দক্ষ সংগঠকের কাছে অনেকেই আশা করেন নাই।
নাটকের কলাকশলী ঃ
নাট্যরূপ : হুমায়ুন কবির ও তৌকির আহমেদ।
নিদের্শনায় তৌকির আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল হোসেন,জাকির হোসেন রনি,আহমেদ নাসিম,শুক্লা রায়,মিল্টন আহমেদ,লায়লা ফারজানা,হীরা চৌধুরী,মমিনুল বসুনিয়া,প্রতীমা সুমি,মিলাদুন নাহার এ্যানি,শরীফ হোসেন,হৃদয় খন্দকার অনির্বান ও মার্জিয়া স্মৃতি।
সঙ্গীতা আয়োজন : পিন্টু ঘোষ ও বিপাশা হায়াত,হারমোনিয়াম:সাত্তার মাহমুদ,ঢোল:চামেলী গোমেজ, গীটার : আল-আমিন বাবু,মন্দিরা : শহীদ হাসান,প্রপস ও সেট নির্মাণ : আইনুল ইসলাম অপু ও হৃদয় খন্দকার অনির্বান, পোষাক পরিকল্পনা : মার্জিয়া স্মৃতি, আলোক পরিকল্পনা : শামীম মামুন লিটন ও জিয়াউল হক,ব্যবস্থাপনা :রহমতউল্লা তুহিন, প্রধান সমন্বয়কারী জাকির হোসেন রনি,প্রযোজনা অধিকর্তা ছিলেন বাশিরুল হক ও আবু হোসাইন বকুল।