নিউইয়র্কে শো-টাইম মিউজিকের ‘ফাগুন ও পিঠা উৎসব’ অনুষ্ঠিত

সন্ধান২৪.কমঃ ২৬ ফেব্রুয়ারি রবিবার নিউইয়র্কে ‘শো-টাইম মিউজিক’র আয়োজনে হয়ে গেল ‘ফাগুন ও পিঠা উৎসব’।
ফিতা কেটে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরা এই উৎসবের উদ্বোধন করেনডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী,ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ ও শাহ্ ফাউন্ডেশনের সিইও শাহ্ জে.চৌধুরী। এসময় হোস্ট সংগঠনের কর্ণধার আলমগীর খান আলমসহ সহযোগিতাকারিরাও মঞ্চে উপস্থিত ছিলেন।

বাঙালির চিরায়ত সংস্কৃতি সুদূর এই প্রবাসে তুলে ধরার জন্য শো-টাইম মিউজিকের আলমগীর খান আলমকে অভিনন্দন জানিয়ে মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন,কুইন্স কাউন্টিতে ১৯০টি দেশের ৩৬৫টিরও অধিক ভাষার মানুষ বাস করছে। তাদের বর্ণিল সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি যুক্ত হয়ে কুইন্স সমৃদ্ধ হচ্ছে।
আবু বকর হানিফ বলেন, এ উৎসব বাঙালি সংস্কৃতির ধারা ভিন্ন ভাষার মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছি।


শাহ্ জে. চৌধুরী প্রবাসে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজনকে গুরত্ব দিয়ে বলেন,আমাদের বাংগালীর ইতিহাস-ঐতিহ্যকে প্রবাসের মাটিতে এভাবেই তুলে ধরতে হবে।
স্বাগত বক্তব্যে শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম বলেন,আমি সব সময় বাংলাদেশ,বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। আজকের আয়োজন তারই একটি অংশ।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজ,সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান,রাজনীতিক কাজি সাখাওয়াত হোসেন আজম, রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, ও মাকসুদুল এইচ চৌধুরী,প্রকৌশলী আকাশ রহমান, হাসান জিলানী,আব্দুর রশিদ বাবু প্রমূখ।
সোনিয়ার সঞ্চালনায় এ আয়োজনে বিকেল থেকে মধ্যরাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন।
মিলনায়তন পরিপূর্ণ উৎসবে আগত দর্শক- শ্রোতারা ৬১ রকমের পিঠা স্বাদ গ্রহন করেন। উৎসবে ছিল শাড়ি-কাপড়ের স্টলও।

Exit mobile version