বিয়ের ১০ বছরেও সন্তান না নেওয়ার কারণ জানালেন রামচরণ ও তার স্ত্রী

বিয়ের প্রায় ১০ বছর পার করেছেন দক্ষিণী তারকা রামচরণ এবং স্ত্রী উপাসনা। তবে এখনও সন্তান নেননি তারা। তবে ঘুরেফিরে তাদের কাছে বারবারই সবার প্রশ্ন কবে সন্তান নেবেন।

সেই অদম্য কৌতূহলের জবাবে অবশেষে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। জানিয়ে দিলেন, এই মুহূর্তে সন্তান নেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই যে এই সিদ্ধান্ত, স্পষ্ট করে দিয়েছেন তা-ও।

এই প্রসঙ্গে সদগুরুর উপদেশের কথাও তুলে ধরেছেন উপাসনা। জানিয়েছেন, সদগুরুর মতে পরিবেশ দূষণ দিনে দিনে বেড়ে চলেছে। জনসংখ্যা বাড়ার ফলেও কিন্তু তা পরিবেশে প্রভাব ফেলে। তাই ‌ইদানিং অনেক নারী সন্তানহীন জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তা দেখে তার ভাল লাগছে বলেও তাকে জানিয়েছেন সদগুরু।

অপরদিকে, স্ত্রীর মতো এবার রামচরণও বলেছেন, সিনেমাই আমার ভালবাসা। তাই এই মুহূর্তে সন্তান নিতে প্রস্তুত নই আমরা।

Exit mobile version