যে শর্তে হলিউডে অভিনয় করবেন অনন্ত জলিল

ব্যবসায়ী অনন্ত জলিল নিজের টাকায় সিনেমা বানিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। কারণ, সিনেমাগুলোতে নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি নিজেই।

আর তার সব সিনেমায় নায়িকা থাকেন তার সহধর্মিণী বর্ষা। সর্বশেষ এই ঈদে মুক্তি পাওয়া ‘দিন-দ্য ডে’ সিনেমায়ও বর্ষাকেই নায়িকা হিসেবে দেখা যাচ্ছে।

অন্য কোনো নায়িকার বিপরীতে স্ত্রিন শেয়ার করেন না অনন্ত। এর কারণ জানাতে গিয়ে এ প্রযোজক ও অভিনেতা জানিয়েছেন, নিজের স্ত্রী ছাড়া কোনো নায়িকার সঙ্গেই রোম্যান্টিক দৃশ্যে কাজ করবেন না তিনি।

বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বোঝাতে গিয়ে অনন্ত জানালেন, এমনকি হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি হলেও কাজটি ফিরিয়ে দিতে দ্বিধা করবেন না তিনি।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অনন্ত জলিলের কাছে জানতে চাওয়া হয়, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যদি আপনি হলিউড মুভি করাটাকে সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে আপনি কাকে নেবেন নায়িকা হিসেবে? অ্যাঞ্জেলিনা জোলি?

জবাবে অনন্ত জলিন জানালেন, এক শর্তে হলিউডে অভিনয় করতে পারেন তিনি। তাহলো – সিনেমায় নায়িকার সঙ্গে কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকতে পারবে না।

‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত তারকা বলেন, ‘অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করব।’

তিনি চাইলেই হলিউডে কাজ করতে পারবেন বলে বিশ্বাস করেন অনন্ত।

বললেন, ‘যদি আমরা কখনও হলিউডের মুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা-বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহ তায়ালার দয়ায় সেটা পারব। যেহেতু গোটা বিশ্বে আমার একটা পরিচিতি আছে।’

Exit mobile version