‘রাতের শহরে’ কৌশানি

‘রাতের শহর’ নামে নতুন এক সিনেমায় যুক্ত হচ্ছেন টলিউডের জনপ্রিয় নায়িকা কৌশানি মুখার্জি। এতে তার বিপরীতে থাকছেন বাস্তব জীবনের প্রেমিক বনি সেনগুপ্ত। সিনেমাটি নির্মাণ করছেন সায়ন বসু চৌধুরী।

সম্প্রতি এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেখানে হলুদ শার্ট-কালো জিন্স, হাতে পিস্তল। এভাবেই বাস্তব জীবনের নায়িকার রক্ষাকর্তা বনি। আলগোছে তার বাহু জড়িয়ে কৌশানি। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে রাতে।

তাই এতে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। এ বিষয়ে কৌশানি বলেন, চ্যালেঞ্জ না থাকলে এখন আর অভিনয় করে তৃপ্তি পাই না। শুধু শহর কলকাতা নয়, দেশ-বিদেশের নানা শহরের বুকে রাত নেমে আসার সাক্ষী আমি। বিদেশে বেড়াতে গেলে বের হই অন্ধকারে। এছাড়া পূজার সময় কলকাতায় রাত বলে তো কিছুই থাকে না।

২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন বনি। এরপরের বছর বনির নায়িকা হয়ে কৌশানির অভিষেক। একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে জড়িয়েছেন তারা। যদিও বিয়ে করেননি এখনো। তবে তারা একসঙ্গেই বসবাস করেন বলে শোনা যায়।

Exit mobile version