শখ কি নিয়মিত হচ্ছেন

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ অনেকটাই বদলে গেছেন। অনেক কিছুর সঙ্গে তার পারিবারিক নামটাও বদলিয়েছেন। দ্বিতীয় বিয়ের পর তিনি নামের মধ্য ভাগে থাকা কবির বদলিয়ে রেখেছেন ‘রহমান’। আগেরটি ছিল বাবার টাইটলে, আর বর্তমানটি স্বামীর নামের একাংশ। এছাড়া মাতৃত্বের কারণে শারীরিক যে পরিবর্তন হয়েছিল তাও ফিটনেস বিশেষজ্ঞের মাধ্যমে স্বাভাবিক জায়গায় আনছেন। এছাড়া অভিনয়ের দিকে মনোযোগ বৃদ্ধি করছেন।

এতো কিছু পরিবর্তন করার পরও তকে নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। গত রোজার ঈদে নাটকে অভিনয়ে ফেরার পর শখকে নিয়ে নির্মাতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়। দর্শকও প্রত্যাশা করছিলেন শখ অভিনয়ে নিয়মিত হবেন। কিন্তু কুরবানির ঈদে শখের অভিনয় দেখা থেকে দর্শক বঞ্চিত হয়েছেন। কারণ কোনো এক অজানা কারণে তাকে অভিনয়ে দেখা যায়নি এবার।

কেন এমন হলো শখের। এ প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। তাছাড়া শখও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকছেন। সহজেই তার সঙ্গে কেউই যোগাযোগ করতে পারছেন না। এ নিয়ে শখের বক্তব্য অন্যরকম।

তিনি বলেন, আমার যাদের সঙ্গে যোগাযোগ করা দরকার, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। আর আমার সন্তান ছোট থাকায় ওকে প্রচুর সময় দিতে হয়। যার কারণে হয়ত অভিনয়ে বেশি সময় দিতে পারছি না। তবে ঈদের পর অভিনয়ে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।

Exit mobile version