এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমু দীর্ঘ সময় ধরে অভিনয়ে অনিয়মিত। শোবিজে এখনো কাজের চাহিদা থাকার পরও তিনি সেভাবে সময় দিচ্ছেন না অভিনয়ে। এ নিয়ে শিমু ভক্তরাও তার অভিনয়শৈলী দেখার জন্য মুখিয়ে আছেন।
গত বছরের শেষ দিকে হঠাৎ করেই একটি পণ্যের মডেল হয়ে টিভি পর্দায় হাজির হয়েছিলেন। তারপর থেকে আবারো আড়ালে চলে গেছেন। এ নিয়ে শিমুর শুভাকাঙ্ক্ষীরাও অপেক্ষায় থাকছেন। তবে শিমু নিজেও অভিনয়ে ফেরার প্রতীক্ষায় আছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি শোবিজ থেকে বিদায় নেইনি। তারপরও অনেকেই ভুল বুঝেন যে আমি নাকি অভিনয়কে বিদায় জানিয়েছি। আসলে শোবিজে কাজ করতে গিয়ে এখন যে জায়গায় পৌঁছেছি, তাতে গড়পরতা কাজ নিয়ে দর্শকের সামনে আসতে ইচ্ছা করে না। গত ঈদেও একাধিক বিশেষ নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সেগুলোতে আমার আগ্রহ ছিল না। দর্শক আমার কাছে যে ধরনের অভিনয় কিংবা কাজ প্রত্যাশা করেন, তা মিলে গেলেই অভিনয়ে দেখা যাবে আমাকে। এ অভিনয়ের জন্যই আমি সবার কাছে পরিচিত। তারা আমাকে ভালোবাসেন। চলতি বছরেই হয়ত অভিনয়ে দেখা যেতে পারে আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিনগুলো ভালোভাবে পার করতে পারি।
এদিকে এই অভিনেত্রী নিজের প্রতিষ্ঠিত একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামের এই সংস্থাটি মূলত নারীদের কর্মদক্ষ করে গড়ে তোলার কাজ করছে। এছাড়া প্রযুক্তিগত দিক থেকেও তাদের প্রশিক্ষিত করার কাজ করে যাচ্ছে।