‘হাওয়া’র মুক্তিতে বাধা নেই

পানিকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘হাওয়া’। এটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। ইতোমধ্যেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। সেন্সর পাওয়ার পর রবিবার (৩ জুলাই) এলো নতুন পোস্টারও। যেখানে চঞ্চল চৌধুরীর ভয়ংকর লুক দেখা গেল।

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘দেশে হয়তো প্রথম সপ্তাহে ২০-২৫টি প্রেক্ষাগৃহে আমরা ছবিটি মুক্তি দেব। তবে আমরা সিনেমাটি দেশের বাইরেও মুক্তি দেব। আমাদের লক্ষ বিশ্বের কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির মুক্তির বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।’

সিনেমাটির কাহিনি ও সংলাপ, চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

উল্লেখ্য, ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির কাজ। টানা ৪০ দিন মাঝদরিয়ায় শুটিং হয় সিনেমাটির। শুটিংয়ে অংশ নেন অভিনেতা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষিসহ অন্যরা। সে সময় থেকেই আলোচনা আর অপেক্ষা। অবশেষ মুক্তির দোরগোড়ায় ‘হাওয়া’।

Exit mobile version