সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পার্কে বন্দুকধারীর গুলিতে ২০ বছরের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশকে ফোন করে গুলিবর্ষণের ঘটনা জানানো হয়। বলা রচেস্টারের একটি পার্কে অনেক মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছেন। সেখানেই আচমকা গুলিবর্ষণ হচ্ছে। আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন সবাই। এ সময় অনেকের শরীরে বুলেট লেগেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একাধিক অঞ্চলের পুলিশ। তারা গোটা এলাকা ঘিরে ফেলেছে। তবে তারা বন্দুকধারীকে গ্রেপ্তার করতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়।
পুলিশ জানায়, পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রচেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন গ্রেগ বেলো এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বেশ কয়েকজনকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখে। গুলিবিদ্ধ নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ আবারও অবাধে বন্দুকের লাইসেন্স দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তা সেভাবে কার্যকর হয়নি।